যে চেনে না মোরে
তাহারেই তো, দেখাইবার স্বাধ
যে জানে না মোরে,তাহারি কাছে
থাক, আকুল অবসাদ।
তাহার কাছে নাই লাজ
নাই হারাবার ভয়,
গঙ্গার তীর ও যদি হয় ক্ষয়
নদীর বুকেতে ঢেউ তবুও বয়।


আমি সে জনেরে বাসি ভালো
যে নয়নেতে কাপড় বেঁধে রয়।
নিকষ আঁধার কালো
তাহারেই বাসি ভালো,
যে জোনাকির মতন
দেয় না কভু আলো।


তবুও এক অজানা বোধে
মনের অতিথি হয়ে,
দাড়ায়ে আছে দ্বারে
অকলঙ্কিত দায়ে।
প্রানসঞ্চারী এক স্বাধ
দেয় স্বাধীনতা অগাধ।
জানি না কেন
তবুও তারে, বাসি বড় ভালো।