আমার ভালোবাসায় যখন
মরতে চাও পতঙ্গের মত
সমর্পণ করো উজাড় করে
বুঝতে পারি সে ভালোবাসা
কতখানি অপরিহার্য
আজ তোমার জন্য।


মুখে যাই বলো না কেন
আমি প্রাধান্য দেই
তোমার অন্তরের বাক্যকে।
তোমার ভালোবাসা অসীম
তাকে অগ্রাহ্য করি এমন
দুঃসাহস আমার নেই।


সেই ভালোবাসার স্পর্শে
প্রতিদিন স্নাত হই, তৃপ্ত হই
সীমানা ছাড়ায়ে গড়ে তুলি
এক উপলব্ধির বাসর।
আত্মার গোপন প্রকষ্ঠে
জমা রাখি তার সবটা।


দুর্নিবার ক্ষতকে অতিক্রম
করতে পারি অবলীলায়
বেদনার বিষে জর্জরিত হয়েও
তৃপ্তি অনুভব করি চিত্তে
আনন্দ সমুদ্রে অবগাহন করি
সেই ভালোবাসার কারণেই।


কালের সুতোয় ফুলের মালায়
গেঁথে রেখেছে যে শব্দটা
আমরা সেই বন্ধনেই আবদ্ধ
যাকে অতিক্রম করার সাধ্য
পৃথিবীর কারো নেই।
যার  নাম ভালোবাসা....