জীবন শেখায় অহর্নিশী,সুখ দুঃখের জ্বালা
পরাজয়ের পাজর নাই,পৃথিবীটাই পাঠশালা।
হাসি কান্না দুটো রংএ,সংসার ছবি খানি
যতোই দুরে দাও সরিয়ে,বুকের মধ্যে টানি।


শিশু কিশোর যুবক বৃদ্ধ,একি ফুলের মালা
সময়ের কাছে ভিন্ন দাবী,মনতো এক খানা।
তবুও কেন এতো গল্প,লক্ষ শত মত
মনের সাথে সবার মনের,বিরোধ অহমত।


বন্যা প্লাবন,যুদ্ধ খরা,যতোই আসুক মনে
তবুও সবাই ভালোবাসে,আশা জনে জনে।
শান্তি সুখের পায়রা খোঁজা, জীবনেরই দাবী
যদিও সুখ আপেক্ষীয়,মৃত্যুই সত্য ছবি।