ঘুমোবো কী করে বল্,সময় কোথায় পাই
চিন্তা-ভুতে চতুর্ভুজে,ভালোবাসা হারাই
অলিগলি বেয়ে খুঁজি যেনো, চেনা সকল পথ
বিশ্বাসহীন মানুষ দানব,বিভেদ বহু মত
তবু কেনো স্বপ্ন দেখে, হেরে যাওয়া মেয়ে
একটা নুতন জোয়ার যেনো,আসবে জীবন ছেয়ে


হটাৎ বওয়া আবেগী এক নদী
চৈতি ক্ষরায় বলেছিলো সেদিন
যাবি? যাবি আমার সাথে?
করবি খেলা ঢেউ কে নিয়ে
মেঘের ছায়া, বৃস্টি দিয়ে
রোদ ঝলমল মাঝ নদীতে
যাবি? যাবি আমার সাথে?
চাঁদের সাথে কইবি কথা
তারা খসার ক্ষণে
আঁচল তোর সাজিয়ে দিবো
পলাশ ফুলের রঙে
যাবি? যাবি আমার সাথে?


কিন্তু মেয়ে পাচ্ছে যেনো ভয়
মনটা যেনো অন্য কথা কয়
বিশ্বাস না মেলে,কাউকে না সে জানে
শরীর খেলায় বাঁধ যেনো না মানে!
সবাই যেনো চোর ডাকাত আর পুলিশ
মেয়ে এখন কাকে দেবে নালিশ!
হাতকড়াতো পড়তেই সে চায়
নির্ভরতার দিশা কোথা পায়!


মনটা আছে কেবল,সেটাই বাহাদুরি
সেখানেও তুই হামলা দিবি নদী?
কাঁদবো হাসবো তোর তাতে কি
একটু না হয় ভষ্মে ঢালি ঘি
উড়ুক ছিড়ুক কাটুক ঘুড়ি,স্বপ্ন বুনে যাবো
একলা আকাশ মেঘের সাথে সন্ধি পাতাবো
তারার সাথে কইবো কথা,সকল দুরে থাক
রাত্রি পোকা গান শুনিয়ে, ঘুম পাড়িয়ে যাক


একটা নুতন সকাল আসুক,সূর্য একটু হেসে
ঝিকি মিকি করবে খেলা,উষ্ণতাতে ভেসে
তখন আমি করবো না হয় স্নান
তোর জলেতে পড়ে,ভাববি না তুই নদী-
ডুববো বলে,নেমেছি রুপোর জলে
শুদ্ধ করে নেবো আমি,হারাবো না তোর তলে।
এবার তুই ভাটার দেশে যা,আর ছলনা নয়
নায়ের সাথের কর্ মিতালী,জোয়ার নিয়ে আয়।