ছন্নছাড়া জীবন হেন
কেমন কেমন লাগে যেন
টক ঝাল,মিস্টি নাকি
তেতো কঠিন বৈরাগী কি?


প্রেমিক যেমন উদাসী মন
লাগে যেন কেমন কেমন!
বলতে ভিষন লজ্জা লজ্জা
কেমন যেন ভূষণ  সজ্জা


বুকের ভেতর শব্দ থাকে
গভীর সুখে স্বপ্ন আঁকে
মুখের ভাষায় পরিপাটি
উল্টো পথেই হাটাহাটি।


তুমি যেনো কেমন কেমন!
আমিও ঠিক তোমার মতন
একটু একটু ফিস্-ফিসানী
পাগলপানা দাঁত কেলানী


সবটাই এমন এমন
মনটা যেনো কেমন কেমন!
সবই কি বয়সের দোষ?
কেন আর করি আপোষ?


চাওয়া-পাওয়ার  হিসেবগুলো
কেমন জানি এলোমেলো
সবকিছু তার শিকেয় তোল
চারদিকে দেখ হট্টোগোল।


গোলক ধাঁধার রম্য খানা
বুজতে তোমায় করি মানা
থাক না কিছু রহস্য
থাকতে হবে হাস্য-লাস্য।