তনু বসন দেবী'র আত্মার গভীরে
ছোট্ট একটা স্বপ্নের সংসারে
অন্বেষণে রাজপথ,অরণ্যে বন্দরে
সুখ-দুঃখ কবিতার সম্ভারে
যুবতী পূর্ণিমা আর ফুলের বাহারে
সর্বত্র বিরাজ,তবু লুকায় অন্দরে


হাওয়ায় কানাকানি করে বারেবারে
বাসনা জড়ানো মনের গভীরে
ভাঙা স্বপ্নের এক নূতনের দ্বারে
কুহুকি ডাকিছে,ঘরে ফিরিবার তরে
সমুদ্রের গহীনে, অতল অন্ধকারে
তবুও প্রেম লয়ে অমর তোমারে
ডেকেছি বারোমাস তেরো পার্বণে
খুঁজে ফিরি তারে আশার বালুচরে।