বহুজন চায় বাধিতে আমাকে তাদের কপট প্রণয়ে
আমি যদি ভ্রমে হই আসক্ত রাখি  দুরত্ব সংশয়ে।


বন্ধু স্বজন যেই হও তুমি করো যে শুধু অভিনয়
বুঝেও না বোঝার ভান করে যাই রাখতে শুধু  পরিচয়।


নষ্ট মানুষ, নষ্ট মনেরা চারপাশে ঘুরে সদাই
তবু আমি ভালোবাসাকেই প্রতিদিন খুঁজে বেড়াই।


একটি কবিতার সৃষ্টির আশায় হৃদয় মাঝে হাহাকার
যতই খুঁজি পূর্ণিমা রাত, দেখি নিকষ অন্ধকার।


ভালবাসাহীন জীবন সে তো নয়তো প্রকৃত জীবন
জীবন থেকে পালিয়ে বাঁচা সেটাও আবার মরণ।


খুঁজতে থাকি শুন্য হৃদয়ে কাঙ্ক্ষিত মন সারাক্ষণ  
কবে তুলে নেবে কবি,কবে আসবে শুভক্ষণ?