কবি-
এক জীবনে আর কতো কষ্ট দেবে!
তোমার ক্ষমতা জানি অসীম
চাঁদ সূর্য বৃষ্টি পৃথিবী সপ্তমন্ডলী তোমার
যা খুশি তাই করতে পারো
চরম স্বৈরাচারী নেপথ্যের নায়ক
দুঃখ দিতে পারো নিতেও পারো
গভীর যন্ত্রনায়ও হাসাতে পারো
পারো কি আমায় ভালোবাসতে?


শুনেছি নাকি তাও পারো,কী দায় আমার!
তোমায় বিশ্বাস করে ভালোবাসতেই হবে
নইলে হবে নরক
অন্তর্যামী কবি হে আমার
এক জীবনে আর কতো কস্ট দেবে!
সময় কিগো হয়না তোমার
কবে তুলে নেবে?