কবি কার কাছে জিম্মি,প্রশ্নসূচক
ভালোবাসাও হয় নির্মম ফলা
তির্যক প্রশ্নের বাণে ক্ষত বিক্ষত মন
সে রক্তক্ষরণ যায় না দেখা
আহত প্রাণে তবু চঞ্চল হাসি
নিয়ে যে খেলা করে প্রানের বিনা
মাখামাখি সুখের সাথে করে পরিণয়
তারেই গালি দাও কবি বলে।


কবি বার বার প্রেমে পড়ে
মনটা নাকি উদার,স্বভাব দোষে
ক্ষমা করে অবলীলায়, উদভ্রান্তের মতোন
খুঁজিয়া বেড়ায় কী?পায় কি তা?
খবর রাখো?অপরাধ কার?
বিশ্বাস না অবিশ্বাসের?


যে ফুল সাজে না নৈবেদ্যের তরে
পদদলিত হলেই বা কি যায় আসে
তার সুবাস টুকু ছড়াক হাওয়ায়
পথশিশুর হাতেই ঘুরুক রাস্তায়
শিশিরের জলেই হোক তার স্নান
তবুও নুতন সকালের আশায়
কবি হবে না ক্লান্ত হবে না ম্লান
সে জিম্মি তার নিজের কাছেই
তাকে যে ভালো থাকতেই হবে
সর্বস্ব দিয়ে করেছে সে পণ।