ইতিবাচক ভাবনা চাই তাই বলি
বি পজেটিভ' বন্ধু।
নিজের উপর আস্থা রাখি,বিশ্বাস করি মনে প্রাণে
সততার পুরুস্কার আছেই,
হয় একালে,নয়তো পরকালে।
আহ্! সময়টা কি বেসামাল,নাকি মানুষগুলো?


সভ্যতার উপর দারুন গোস্যা থেকে বলছি
ইন্টারনেট মানুষগুলোকে বেসামাল করে তুলছে
সাদাসিধে মানুষগুলোএর ফাঁদে পড়ছে নিয়ত
আজকাল পতিতা বলতে শুধু নারীদেরই বোঝায় না
পুরুষেরাও কম যায় না দেহ ব্যবসায় নেমেছে
একেই কলি কাল বলে?
নারী দিবস পালন করা হচ্ছে! অথচ
একটা পুরুষ দিবসও তো থাকতে পারে?


দেশি বন্ধুও, ভিনদেশি তারা হতে চায়
কস্টের পাহাড় দেখিয়ে সহানুভূতি কাড়া
নিঃসঙ্গতা ঘুচিয়ে আনন্দের ঝর্নাধারায় গা ভাসাতে ক্ষণিকের সঙ্গ কামনা,সাথে যদি থাকে উপার্জন
নিষ্কলুষ বন্ধুত্ব এরা ডিজার্ভ করে না
বন্ধুত্ব,পরিবার  ভালবাসার অস্তিত্বকে নিয়ে
ওরা ব্যবসা করে,মুনফা গোনে।


অজস্র ফাঁকি,অসংখ্য মিথ্যার গোঁজামিল
আর অসততার কুজ্ঝটিকায় তৈরি লম্পট।
পরিবার,সমাজ,দেশ,রাজনীতি,মায় গোটাবিশ্বে
আজ এই লম্পটদেরই আধিপত্য।
ধাপ্পাবাজি,কুটবুদ্ধির মিথ্যাকথা,চাটুকারিতা আর
আর সুনিপুণ  অভিনয়ের দক্ষতার পারিপাট্যে
মুখোশে ঢাকা ভেতরের কালো মানুষটাকে ঢেকে
মেকি সম্মান,ক্ষমতা আর গৌরব নিয়ে
ওরা সুখের সাম্রাজ্য গড়ে দিব্বি বসবাস করছে


সত্যি কি  সুখি ওরা?
লম্পটদের আধিপত্য যতোই থাকুক,
কোন এক জায়গায় এরা ঠিক পরাজিত।
এদের পশু বলতেও ঘৃনা হয়।
ছলনা করে,মিথ্যা বলে- সে লম্পট তো বটেই!
চরিত্র নেই যার তাকেইতো  চরিত্রহীন বলে!
যদিও পাপকেই ঘৃনা করতে হয়,পাপীকে নয়


এরা বিষাক্ত ভাইরাস-
এন্টি ভাইরাস খুবই অপ্রতুল আর দুর্বল
এদের আধিপত্যের এমনই প্রভাব
দেশ সমাজ জনতার কাছে এরা ধোয়া তুলসি পাতা।
সরল বিশ্বাসে মানুষ নিজেকে ওদের কাছে বিকিয়ে দেয়
ভালবাসায়,মোহে,আর জাদুকরী ছলনায়
চোরা কাঁটার মতোই, আষ্টে-পিষ্ঠে গেঁথে আছে এরা।


মন হারায় বিবেক হারায়, হারায় শুভ ইচ্ছা
শুধুই কি উপায় নেই বলে, না কি
বিত্ত জৌলুসে সুখে থাকার নেশায়?
আর কতো বড় হবে এদের ছায়া?
ছিড়ে ফেলতে হবে মেকি সভ্যতার মুখোশ
ভেঙে দিতে হবে কালো হাত
থাকবে না আর কোন লাম্পট্টের আধিপত্য
মানুষগুলো স্বস্তি পাক যারা অতিশয় সুশান্ত।