আমার আছে অনেক নাম,বার্দাশ,কোতি, চিন্নি
কেউবা বলে নপুংসক,কেউবা শিখন্ডি
বৃহন্নলা হিজড়া বলো আমিও তো মানুষ
স্বপ্ন আমার চোরাবালি,উড়াই রঙিন ফানুশ।


ভালবাসতে আমিও জানি,কেউ বোঝে না মন
সবকিছুই থাক তে আমার নিয়েছি নির্বাসন
কখনও বলো চাঁদাবাজ ,কখনও দাও গালি
অন্যের সন্তান কোলে নিয়ে মারি হাততালি।


নাচে গানে আসর জমাই কথায় জাদুকরী
তবু কারো মন মজে না ভাবো ভয়ংকরী
হাত পা চোখ না থাকলে,দেখানো তো যায়
আমার না থাকাটা,দেখানোর নেই উপায়।


দেখতে পুরুষ নারীর মন,ঘর বাঁধতে নাই
জন্মই আমার আজন্ম পাপ সবাই সেটা কয়।
পরিবার সমাজ রাষ্ট্রের কাছে পাইনা অধিকার
ব্যাথা বুকে রঙ-তামাশা করি বারংবার।


আমার কি অপরাধ,বলতে পারো তুমি?
স্নেহের বোঝা এতোই বেশি তোমার সমাজ দামী?
মৃত্যুর পরেও নাও না কেন আমার কোন দায়?
মানুষ আমি,এর চেয়ে বড় কি দেবো পরিচয়?