কেউ করে শোক তাপ
কেউ করে কল্পনা
কেউ শুধু ছবি নিয়ে
করে চলে জল্পনা।


ভাসা ভাসা কথা আর
ছোট ছোট অভিনয়
শত্রু বন্ধু বিরক্তি
কি'বা ঘটে পরিণয়।


রঙিন মুখের ফানুসগুলো
ছায়ার সাথে খেলা
পৌষ ফালগুন  চোত-বোশাখ
বারো মাসের মেলা।


রাতজাগা দিনের কথা
ঝরা বকুল ফুল
বিনেসুতোর বন্ধু আমার
করিস না তুই ভুল।


এ যে এক নেশার ঘোর
অমাবস্যার চাঁদ
ছোঁয়া-ছুঁয়ির খেলা কেবল
মমতার এক ফাঁদ।


কেউবা বলে মিথ্যা কথা
কেউবা অপ্রিয় সত্য
এরই মাঝে দু এক জন
যেমন অসুখের পথ্য।


কালের ধারায় নিশীকাব্য
অধরা সে মাধুরী
ম্যাসেঞ্জারের বন্ধু আমার
প্রানের সঞ্জিবনী।


সুধী প্রিয় শত্রু-বন্ধু
যা-ই হও না তুমি
চেনা আর অচেনা মিলে
এক বন্ধুর চারণভূমি।