মন খারাপ তুই আয় চলে আয়
যখন তখন আমার ডিঙায়
সুদূর নীলে পাড়ি দেবো
গাঙচিলের সতিন হবো


হাওয়ায় যেনো বাজবে বাঁশি
মন খারাপ তুই দিবি হাসি
মন খারাপ তুই আমার হ
কোথাও যাবি না এটা ক


ভয় কি আমি তোকে পাই?
একটুও না ধাৎতেরি ছাই
আর দেরি নয় আয়তো এখন
বিলের শাপলা তুলবো কখন!


জীবন সন্ধে হয়ে এলো
হিসেব সব এলোমেলো
সবাই কে এবার দে বিদায়
বন্দি হ আমার খাঁচায়।


একটুও কিন্তু হাসবি না
কাজল চোখ আঁকবি না
গোমড়া মুখে থাকনা তুই
হাসি দিয়ে ফোটাবো খই


আমার কাছে আয়তো আয়
থাকবি বুকের বা পাশটায়
ভয় কি আমি তোকে পাই?
সবার হাসি দেখতে চাই


তাইতো বলছি আর দেরি নয়
লক্ষ্মীটি আয় আমার দরজায়
কক্ষনো তোকে বকবো না
দুর ছাই আর করবো না।


একটা শর্ত তোর কাছেই
কারো কাছে যাবি না
মনের মাথা খাবি না
থাকবি শুধু আমার কাছেই
আমার ছোট্ট হৃদয় মাঝেই


আর দেরি নয় সবাইকে ছাড়
এবার আমার হাতটা ধর
সবাই একটু শান্তিতে থাক
আমায় তুই জড়িয়ে রাখ।