ভালোবাসা শেখালে কিন্তু বলোনি ভালোবাসি
পথে পথ ধরে চললেও
হাতটা ধরবে না জানি


বিশ্বাস করেছো জোৎস্নার রুপালী আঙিনা নিয়ে
বেরুয়া রঙে চতুষ্কণী সীমায়
হয়তো অন্তর্ঘাত  দূর্বলতায়


যাকে দিয়েছো সবটা অকৃপণতা করে মায়ায়
সে একান্ত নয় তোমার
হয়তো আবেগী জোয়ার


এমন পাবো না আর কোথাও কোনোদিন জানি
মুগ্ধ তন্দ্রায় কারাবাস
নক্ষত্রে ভরা সে আকাশ


নিবিড় বিশ্বাসের বন্ধনে রই তবুও তুমি-আমি
জীবনের অন্তিম পারাপার
সে এক নামবিহীন অধিকার