তুমি আমায় একটুও ভালোবাসো না
মনে যাও করো,তবু কাছে কেনো রাখো না
অনেক যত্নে ভুলে থাকো আমার ছোঁয়া টুকু
অনেক কষ্টে লুকিয়ে রাখো ভালোবাসার জাদু
আমায় তুমি একটুও ভালোবাসো না
গভীর রাতে ঘুম ভাঙাও,কাছে আমার আসো না
তুমি আমায় একটুও ভালোবাসো না
শুধুই আমায় স্বপ্ন দেখাও,সত্যি তা করো না
কবে তুমি আসবে দেশে,তাও সত্যি বলো না।
ঢাকাই শাড়ি কাঁচের চুড়ি সেই যে দিয়ে গেলে
ঝুমকো দুলের কান্না তুমি না শুনতে পেলে
নয়ন জলে কাজল ভাসে তুমি কেনো আসো না
সত্যি বলছি তুমি আমায় একটুও ভালোবাসো না
তাইতে তুমি দুরেই থাকো, আমার কাছে আসো না।


বউ কথা কও ডাকে যখন,ভাজে মা বিন্নি ধানের খই
থোকায় থোকায় জোনাক জলে,আমার তুমি কই
পাস ফিরতেই বালিস পরে তোমার আঁকা ছবি
নীল খামেতে চিঠি নিয়ে আর আসে না রবী
এমন তর কেমন করে থাকছো অনেক দুরে
আমার পাখি তোমার নাম ডাকে সুরে সুরে
ওরাও জানে আমায় তুমি একটুও ভালোবাসো না
দীঘির পদ্ম নিয়ে তাই আর কাছেতে আসো না
শীত গ্রীষ্ম শরৎ যায় বসন্ততে একা
আর কতো রাত শেষ হলে তোমার পাবো দেখা
যেনে রাখো না এলে আর আমার চুল বাঁধবোনা
কোন খোঁপাতে পরাবে ফুল,যেনে রাখো কাঁদবো না
সত্যি বলছি আমায় তুমি একটুও ভালোবাসো না
একটুও ভালোবাসো না।