আপন গন্ডির- সোনার বেড়িতে বাঁধা
পাখি, শুধু শেখানো কথাই কও ?
ভালবাসার পাখা মেলে উড়ে বেড়াও
বনে বনে মনে মনে?
আকাশ ছোঁয়ার সাধ নিয়ে
বনের পাখিও বন্দি মনে মনে ।


মনের গঞ্জনা,রঞ্জনা না হয় না-ই শোনে
তবু বন্দিনী রঙ্গিনী হয়ে ওঠে বারেবার
চমকি থমকি ঝলকি তার
রোষে ফুঁসে অনলে কেঁপে ওঠে
হৃদয় গভীরে ডম্বুর বাজে
ভালোবাসতেই জেগে উঠে।


দ্বিধা ক্ষমা আর সময়ের অবমাননা
মন কি তার সব কথা শোনে?
নয়নের জলে ছুঁয়ে কপোলের প্রেম
কত না গোপনে এই খেলা চলে
ত্যাগের যে মহীমা তার বড় কিছু নাই
যা দিয়েছিনু তা যেন খুঁজে না বেড়াই।