নিত্যদিনই পণ্যমূল্য
বাড়ছে দিগুণ হারে
মূল্যবোধটা বাড়ছে না আর
গতানুগতিক ধারে।


আমিও বা কম কিসে হই
রাগী-চন্ডাল, ভীম মূর্তি
ভাল নয় তা-ও জানি
রাগ মানে  না যুক্তি


সত্য কথা বলতে গেলে
অপ্রিয় হই সবার কাছে
মিনমিনে সব চাটুকাররা
দেখি তো বেশ ভালোই আছে।


মন্দের দলে ভীড় জমানো
দেখছি ওটা সহজ
কেউবা করে দুর্বোধ্য সব
মিস্টি কথার খরচ।


নীতি কথা বলতে কি আর
টাকা পয়সা লাগে?
বিনে পুঁজির অধিক লাভ
কয়জনে তা ছাড়ে?