গভীর রাতে যে পোকাদের কলরব
মাতালের শান্ত বিলাপ
অশ্বথের ছায়ায় নিশ্চিন্তে  ঘুমানো
এলোমেলো যুবতী পাগলী।
পরিচয়বিহীন যে টোকাই শিশুটি
সেও এই গভীর রাতকে বড্ড ভালোবাসে।


বাদুরের ডাক,কুকুরের চিৎকার
কদাচিৎ দু একটা পাখিও তোলে সুর
হয়তো ল্যাম্পপোস্টে দাড়িয়ে আছে
কোন এক পাগলা পথিক
যে নিজেকে হারিয়ে খোঁজে
তার আপনার চেয়েও আপন যে জন
সেও এই নীরব রাতকে বড্ড ভালোবাসে।


বদলায় প্রকৃতি বদলায় মানুষ
হয় না বদল মানুষের মন।
অভিনয়ের ঢাকা দিনের মুখোশ
রাতের গভীরে ধরা দেয়
নিজেরে আয়নার মতন।
সেও এই নীরব রাতকে বড্ড ভালবাসে।


ডাকাত চোর ছিনতাই ধান্দাবাজ
সবার প্রিয় রহস্যময় গভীর এই রাত
ছন্দের তানে কবির মনেও শব্দের স্ফুরণ
আকাশের সাথে তাদের স্বপ্নকথণ
মেঘের সাথে চাঁদের লুকোচুরি


কোন কোন ফুলও কেঁদে কেঁদে ঝরে
ঘোর কোনো অমাবস্যার রাতে
ধূর্ত পরাগের স্পর্শ ছাড়াই
সেও এই গহীন রাতকেই ভালোবাসে।