সুখের প্রকাশ হাসি তোমার
আমার ভাষা কান্নায়
তার আকাশে রঙধনু রঙ
আমার চোখ ঝর্ণায়


ভালোবাসার বসত বাড়ি
থাকতে পারে অনেক
কিন্তু সে যে মুক্ত পাখি
নাম তার হরেক


বন্দি হয়েও নয় সে কারো
শিকল পরা পাখি
ভালোবাসার মুক্ত আকাশ
খাঁচাতেও করে ডাকাডাকি


বসন ভুষণ গোপন বাহিরে
রয়েছে অন্তর জুড়ে
তবুও তারে যতনে সরাই
মনের আকাশে উড়ে


মুক্তি কি আর হবে আমার
ভুলতে চাই স্মৃতি তার
নয়নের জল গোপন রেখে
হাসি যেনো বারবার


ঘৃণায় যতোটা তাকিয়ো যেনো
পাবো না একটুও কষ্ট
ওটাই হবে শুভ দৃষ্টি
হবো না ক্ষীণ আড়ষ্ট।