হয়তোবা,হটাৎ একদিন হবে দেখা
চায়ের দোকান,রাস্তার মোড়ে
বা বাসের পাশের সিটটিতে।
আচমকাই চোখাচোখি
স্মৃতির লম্পটেরা দেবে উঁকিঝুঁকি
মনে করিয়ে দেবে কতো শত বেহায়াপনা
অশ্রুশিক্ত আনন্দের ঝর্ণাধারা।
কস্ট নিও না মনে
তোমার মতন করেই
নেমে যেও,তোমার গন্তব্যে।
আমি বরাবরের মতই
কস্টকে করবো আলিঙ্গন।
এমনই তো হবার কথা ছিলো
সবার মতন,আমিও হবো স্মৃতি।


যদি হয় দেখা,চায়ের দোকানে
আগেকার মতনই,বিলটা দিতে চাই
প্লিজ,আপত্তি করো না।
যদি হয়,রাস্তার মোড়ে দেখা
চমকাবে কি?
আগের মতোই,অন্যমনস্ক হয়ে
সিগারেট টা টেনো
কথা বলো,অনর্গল মোবাইলে।
আমি সেই সুযোগ টুকুই নেবো
তবুও বোলবো না একটু থামো
এখনো অনেক কথা আছে বাকি
এখনো ভালবাসি তোমায়।
বলে ফেলবো না বিড়ম্বনায়।


পুকুরের সব পদ্মই কি ভ্রমরের দেখা পায়?
এক সাথে ফোটে এক সাথে ঝরে যায়?
তোমায় ধরবার,সাধ্য কি আমার!
ভালো থাকো চিরন্তন
হৃদস্পন্দন বলে হাজার বার।
পাওয়াতেই ফুরিয়ে যায়,চাওয়ার সাধ
নোনা জলেই,বেঁচে থাকুক স্মৃতির বাঁধ।