শান্তদাদু যদু মধু
যে-ই না হলো টেকো
কস্টে তাদের বুক ফেটে যায়
বলতে পারে নাকো।


সাধ-সাধনায় চায় গজাতে
টেকো মাথায় চুল
হরেক রকম তেলের মালিস
মাখে কাঁচা তেঁতুল।


পিয়াজ রসে মেথির গুড়ো
জবা তুলসির পাতা
কতই কুশেশ ঢাকতে তাদের
অল্প চুলের মাথা।


আমার কিন্তু ভালোই লাগে
টেকো মাথার ঘাম
কেমন যেন আবেগ ভরা
বৃষ্টি অবিরাম।


দাঁত উঁচুতে,দাঁত ফাঁকাতে
নেই তো কারো রাগ
তবে কেন টেকো মাথায়
এত্তো হয় বিরাগ!


বিয়ের আগে টেকো হলে
কনে মেলা ভার
পদন্নোতি যতোই করুক
নতুন বউ বেজার।


টেকো নারী যায় না দেখা
এখানেই তার জোর
টাকের ব্যাথা কালোর মতই
হোক সে যতোই হুর।


নারীর কালো চুলের বাহার
ফর্সা গায়ের রঙএ
পুরুষ সুন্দর ঐশ্বর্যতে
কিংবা পেশির ঢঙএ।


টেকো হলে কি আসে যায়
চরিত্রটাই বড়
কালো ফর্সার দিন ছাড়ো ভাই
আলোর পথ ধরো।