বহুরাত কেটে যায়
তোমার কাছে যাবার অপেক্ষায়
তুমি যেন স্বাতী তারা
সহস্র আলোকবর্ষ দূরে বসে আছো
টিমটিম করে জ্বলছে নিভছে আলো
আমি দিগভ্রান্তের মতো ছুটছি কেবলি


আমার ভাঙ্গা নৌকার ছেঁড়া পালে
লাগে না হাওয়া
তুমি যেনো কতো দুরে!
কিছুতেই পৌঁছুতে পারি না তোমার কাছে
এমন একটা স্বপ্ন দেখে-
কাল রাতে ঘুম ভেঙ্গে গেল


আমাদের মাথার ওপরে আকাশ
পায়ের নীচে সবুজ গালিচার মতো
একটাই টানা জমিন-
এ শহরের সকল পিচঢালা পথ
তোমার শহরের দিকে ধাবিত
কতো বাহারি নাম নিয়ে
স্টেশন ছেড়ে যায় ট্রেন
তার একটাতে চেপে বসলেই
তোমার শহর


ভাবি সামনের সপ্তায় যাব
কিংবা সামনের মাসে মাইনে পেয়েই
শীতের পাতা ঝরা দিন ফুরালে
গাছে গাছে হাসবে যখন নতুন পাতা
কিংবা দু'পশলা বৃষ্টি হলে
বেলীফুলগুলো ফুটবে যখন
ভেজা কদমের মতো


কৃষ্ণপক্ষের পথ পেরিয়ে
রাতের আকাশে হাসবে
যখন ঝলমলে তারা
সারপ্রাইজ দেবার মতো
তোমার শহরে পৌঁছে যাব।
কিন্তু আমার কাজ শেষ হয় না
তোমার কাছে যাবার সময় হয় না
পেঁচার মত তন্দ্রার ভেতরে
ওঁৎ পেতে থাকে দুঃস্বপ্ন


কয়েক মুহূর্তের এই জীবনে
কিছু মুহূর্ত কেটে গেছে
তোমায় খুঁজে পেতে
আরো কিছু প্রহর কেটে যাবে
তোমার কাছে যেতে।