বেঁচে থাকা সহজ যেনো,মরা অনেক কঠিন
মিথ্যা বলা সরল তরল,সত্য বলা জটিল


উপদেশও মিস্ট অনেক,যদি মেলে প্রাপ্তি
তুলার দন্ডে বিচার করো,মানুষে করো ভক্তি


ভালোবাসাও বিষের মতো,যদি না হও বন্ধু
মনের জোরেই জয় করা যায় দুস্ট দানব সিন্ধু


সহজ কথা সহজ করে,বলতে পারে কজন
জটিল ধাঁদাই মধুর বেশি,নিন্দুক আপনজন।


কলুর বলদ হতেও, নেই আপত্তি
পেছন কথা নিয়ে যতো হয় বিরক্তি।


বিনাস ও বিন্যাসে সুরের তাল কাটা
বৈরাগী মন সস্তি বোধে,সংকাহীন হাটা


অতীত আর ভবিষ্যৎতের না করে চিন্তা
ধৈর্য আর শাহসে সময়েরে দাও তা।