মানুষ মানুষকে যতটা না ভুল বোঝে
তার চেয়েও বেশি ভুল বোঝে নিজেকে
সময়ের স্রোতে হারায় কত না ব্যথান নদী
কখনো সশব্দে কখনো নীরবে।


মনে পোষা অদম্য ইচ্ছাগুলোকেও
কেউ জাগ্রত করে,কেউ করে খুন
ফলাফলের চিন্তা না করেই অবলীলায়
নেমেরপরে জীবন রেসে অবশেষে।


একটা গন্ডির মধ্যেই অদ্ভুত সব ইচ্ছাগুলো
প্রজাপতির রঙিন ডানায় খোঁজে স্বাধীনতা
সে কি বোঝে না কী তার স্বাধ
সময় বিধাতার কাছে এক অনাদৃত কৃতদাস।