ভালোবাসা আসে শতোবার শতরূপে
চিরকাল আবির মেখে
রঙধনুর মত ময়ূরের পেখম মেলে
ইচ্ছে মেঘের ডাকে নৃত্য করে।
রুপের আকার যদিও বদল
ভোলার নয় ছলনার বাহানা মাত্র


কালে ভাদ্রে বারোমাস অবিরত
আনন্দ বেদনায়,আহ্লাদে শত
থেকেও নির্বিকার,না থেকেও অধিকার
প্রেমহীন এক গোলাপের মত
কাঁটায় কখনো জ্বালা,সুবাসে দহন
রুপের তমসায় ঝাড়ের বদল।


ভালোবাসা আসে শতবার শতরূপে
কখনো অপ্রকাশ্য আবার অপরূপে
প্রাপ্তি অপ্রাপ্তির হিসেবহীন খাতা
হৃদয়ের সাতকাহন সময়ের যাতা।