তোমাকে ভোলার সাধ্য কোনোদিন নাই
বিচরন প্রতিটি শব্দে গভীরতায়
আমার কবিতায়
ভোর থেকে রাত গভীর নিঃশব্দ বেদনায়
বার বার হেরে যাই তোমারই ভাবনায়
অপরিপক্কতায়।


চোখের ভেতরে মেঘ অভিমানে বৃষ্টি হয়
গোলাপের মতো নিঃশব্দেই ও ঝরে যায়
বাড়ে অনুরাগ
হঠাৎ করেই জাগে মরে যাওয়ার সাধ
ভালোবাসার লোভে হয় ঘুমগুলি বিস্বাদ
কামনা সজাগ।


আছো, থাকবে অনন্তকাল এই আত্মায়
রোদ বৃষ্টি মেঘর গভীর নির্জনতায়
ভোর থেকে রাত
শহরে গলি বা রাজপথ ব্যস্ততায়
দিন শেষে ঘরে ফেরা শান্তির তৃষ্ণায়
হাতে রেখে হাত।