রিক্ত হস্তে এসেছিলাম যখন আমি ভবে ,
মা'গো , তোমার মুখে ছিল হাঁসি ,
নয়ন দুটি মোর ভরা ছিল জলে ।
উচ্চ স্বরে কেঁদেছিলাম যখন ,
কোলে তুলে বুকে জড়িয়ে ধরলে গো'মা তখন ।
তাই তো আমি চুপটি করে তাকিয়ে ছিলাম
তোমার মুখের পানে ।
মায়ের শূন্য  হৃদয় পূর্ন করে
হলাম যেন মায়ের সাত রাজার ধন ।
তাই তো গো'মা কষ্ট করে ,
দশ মাস দশ দিন গর্ভে ধরে
নিয়ে আসলে ভবে ।
রিক্ত হৃদয় পূর্ন করে
ভালোবাসার স্নেহ ডরে
ভরিয়ে দিলে মন
মা'গো , তোমার মতো হয় না ,
কেউ আর ধরনীরও তরে ।
তাই তো গো'মা , তোমার কলে ,
জন্মিতে চাই মরণেরও পড়ে ।