স্বাধীনতা তুমি এসেছো , তুমি এসেছো ছুটে
রক্তের স্রোতে ।
দিগ্বিদিগ বিজয় নিশান উড়িয়ে ,
এসেছো ছুটে ।
৩০ লক্ষ বাঙ্গালির তাজা রক্তে ভেসে ,
তুমি এসেছো , এসেছো ছুটে
দৃঢ় প্রতিজ্ঞ সেই তরুণের টানে ।
যারা দিয়েছে নিজেদের জীবন বিসর্জন ।
তোমাকে আনবে বলে , হে স্বাধীনতা _
তোমাকে ভাসিয়ে আনবে বলে ,
বুক পেতে দিল , হিংস্র দানবের
বন্দুকের নলে ।
রক্তে ! রক্তে ভরে গেল নদী
পিচ ঢালা রাজপথ হলো রঙ্গীন ।
দুঃখীনী মা হারালো , তাঁর সন্তান
শিশুরা হারালো বাবা-মা ,
দু'লক্ষ মা-বোন হারালো , তাঁদের সম্ভ্রম ।
তাঁদের মর্যাদা দিতে ,
তুমি এলে ছুটে _
রক্তে রঞ্জিত রাজপথ বেয়ে ,
রক্তে ভরা নদীর স্রোতে ভেসে ,
একটি লাল সবুজের স্বাধীন পতাকা নিয়ে।