আজ এক অন্ধকারের কথা মনে পড়ে
আজ এক অন্ধকার রাতের
লাল রক্তে মাখানো কিছু তরতাজা
শরীরের কথা মনে পড়ে ।
আজ একটি ভয়ানক রাতের
একটি শিশুর আর্তনাতের কথা মনে পড়ে
আজ একটি কালো রাত্রের বুকে ,
পা রেখে দাড়ানো এক অকুতোভয়ী মানুষের কথা মনে পড়ে ।


আজ আমি একটি জাতির হাহাকার আহাজারির
ধ্বনি শুনতে পাই ।
আজ আমি একটি জাতির রক্তে মাখানো
অতীত ইতিহাস শুনি ।
আজ আমি শুত্রুর বাক রুদ্ধ করা
একটি মানুষের "জয় বাংলার" প্রতিধ্বনি শুনি ।
আজ আমি একটি জাতির পিতাকে খোঁজি ।


আজ সেই অন্ধকার রাতের কথা মনে পড়ে
যে রাতে বাঙ্গালি জাতি অনাথ হয়েছিল ।
আজ আমার মনে ১৯৭৫ -এর ১৫ আগস্টের কথা ।
আজ সে রাতের কথা মনে পড়ে
যে রাত অন্ধকারকে কলঙ্কিত করেছিল ।
আজ সেই কালো রাতের কথা মনে পড়ে
যে রাত বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধুর
রক্তে লাল হয়েছিল |


<১৫ আগস্ট ২০১৮>
আমার এই কবিতা আমার বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে উৎসর্গ করলাম ।