নারী তুমি বড়ই অদ্ভুত,
কখনো তুমি ছলনাময়ী, আবার কখনো তুমি প্রেমময়ী।
কখনো তুমি লক্ষ্মীমতি, আবার কখনো তুমি উগ্ররুপি ।
কখনো তুমি জগত জননী, আবার কখনো তুমি কালনাগিণী।
কখনো তুমি অভিমানী, আবার কখনো তুমি বিনয়ী।


নারী তুমি বড়ই অদ্ভুত,
কখনো তুমি হৃদয়হরণী, আবার কখনো হৃদয় বিচূর্ণকারিণী।
কখনো তুমি শক্তি হয়ে পাশে দাঁড়াও, আবার কখনো দুর্বলতা।
কখনো তুমি ভীষণ কোমল, আবার কখনো তুমি ভীষণ কঠিন।
কখনো তুমি ভীষণ আবেগী, আবার কখনো ভীষণ উদাসী।


নারী তুমি বড়ই অদ্ভুত,
হাজারো রহস্যে ঘেরা হে রহস্যময়ী মানবী।
তাই তো তোমারে বোঝার ক্ষমতা নয়কো আমার সাধ্যি।।