সামনেই দুটো ঝকঝকে সোনালী রোদ অন্ধকারের মধ্যে ঘাপটি মেরে বসে আছে,
অথচ আমি একটা হিমশিম খাওয়া কাঠের বাড়ি মাত্র।
তবু জানালায় রোদ নিয়ে আমার আকাশ পোড়াতে ইচ্ছে করে খুব,
কখনো আবার ইচ্ছে করে চেঁচিয়ে বলি, 'ও সূর্য, দয়া করে আলো নেভাও। আমি চোখ মেলে তাকাতে পারছিনা।'