এই মেয়েটার স্বপ্ন-ঘুমে
জোনাক জ্বলা রাত,
লাল জোনাকি নীল জোনাকি
গভীর রাতে তারার বাতি
নক্ষত্রদের ঝরনা ছুঁয়ে
দুই ঠোঁটে তার বৃষ্টি-ফোঁটা
বিষন্ন সংঘাত।


এই মেয়েটার অলস দুপুর
হলুদ পাতার বন,
সবুজ পাতা কমলা পাতা
বন্যফুলের গন্ধ মাখা
কাঁচা সন্ধ্যার লালচে আলো
দুই চোখে তার কাজল কালো
মেঘেরই গর্জন।


এই মেয়েটার একলা বিকেল
আকাশজোড়া নীল,
মেঘের আকাশ রোদের আকাশ
উথাল পাথাল মেঘলা বাতাস
বর্ষা ভেজা কদম ফুলে
এলোমেলো দীঘল চুলে
পদ্মভরা ঝিল।
এই মেয়েটার বিষন্ন রাত
অমাবস্যার চাঁদ,
আঁধার কালো নিকষ কালো
বিষাদ রাতের উড়িয়ে ধুলো
এই রাতগুলো সকাল হলেই
ব্যস্ত দিন যায় যে চলে
হয়ে নির্বিবাদ।