আমি ঘর পেয়েছি, পেয়েছি পা ডোবানো অলস পুকুর
নিরুপম ভালোবাসা চোখে নিয়ে আমাকে আপন করেছে উড়ো হাওয়া,
নিবিড় বিশ্বাসের প্রচলিত কারাগারে বন্দী সেই সুরম্য হাওয়া,
সুখ দিয়ে তাকে ভোলানো যায় না,
প্রবোধ মানেনা এক জনমের নকশী কাঁথার আদরেও।
তাকে ভাঙছে প্রেম, বন্ধন আর স্নেহময় শীতলতা,
তাকে ভাঙছে নিখিল প্রার্থনার সুকোমল ছোঁয়া আর নিশ্চয়তার মাধুর্য,
যেন অনেক 'ভুল'কে পুষেছে সযত্নে, চাষ করেছে বিষবৃক্ষ
যেন নিঃশব্দে জেগে আছে লক্ষকোটি রাত, কখনো ছোঁয়নি নিদ্রার রেণু
অথচ এতটা জেগে থাকা যায়না, এতটা শব্দহীন হাঁটা যায়না
এতখানি বিনম্র মাধবীর নমনীয়তা নিয়ে উড়ানো যায় না ঝরাপাতা।