দ্বন্দ্ব
-----------
ইচ্ছে ছিল শত ভাগ কাটাবো কবির জীবন
না হয় হবো সন্ন্যাসী, সংসারহীন বাউন্ডুলে বিবাগী ।
জারুলের রং দেখে কাটাবো বিকেল  
থাকবো বসে দিনমান শুধু একবার উড়ে যাওয়া পাখির
ডানায় সূর্যের আলো দেখবার প্রতীক্ষায় –


ইচ্ছে ছিল আধেকটা কাটাবো কবির জীবন
ঘোর বৈশাখ না হয় যাবে মানবীয় ব্যস্ততায় -
যদিও নিতে পারি ছুটি উড়াতে ঘুড়ি রঙিন আলোতে
অথবা আঁধারে ঢেকে দেয়া ঝড়ের  শুরুতে ,
কিন্তু বর্ষা কেবলই আমার --
ঘাসের বুকের সবুজ, ঘাসফুল, শিশির
এমনকি জংলার ছায়াটাও আমার ।


ইচ্ছে ছিল সিকিভাগ কাটাবো কবির জীবন
করবো গৃহস্থলী যা দরকার --
প্রয়োজনে সমাজ বিবর্তনের বক্তব্য রাখবো একঘেয়ে আড্ডায় --
কিন্তু সন্ধ্যার লালচে আলোয় দেবোনা ভাগ একবারো
যেমন স্মৃতির ঝাঁপিটা শুধুই আমার।


ইচ্ছে ছিল দশভাগ কাটাবো কবির জীবন
অফিস কিম্বা বাড়িতে মোটামুটি চৌকষ একজন -
মাঝে মাঝে ভেবে নেবো আমিও আছি যেখানে থাকবার
এবং হিংসুটে - দিতে পারি গালি ভাবলেশহীন নির্বুদ্ধিতায়।
তবুও পুরোটা আকাশ আমার, সাথে মেঘ আর মেঘের কারুকাজ -
এমনকি নিতে পারি পাহাড় যখন সীমানার নেই ব্যবধান ।


ইচ্ছে ছিল পাঁচভাগ কাটাবো কবির জীবন
কিছুটা সত্য, কিছুটা মিথ্যে, কিছুটা বাড়াবাড়ি --
কিন্তু আগুনের নীল রংটা যেমন আমার
তেমনি নদীর পাড়ে খুঁজে পাওয়া ঝিনুকটাও আমার।


ইচ্ছে ছিল মাত্র একভাগ কাটাবো কবির জীবন
নাকি ইচ্ছে ছিল কাটাবো মানব জীবন?


মানবের সাথে হলে দেখা কবির
হাতে হাত রেখে করে নেবো ভাগ যা কিছু সুন্দর --
এমনকি মাঝে মাঝে বদলে নেবো নাটকের মতোই
চরিত্রের রূপরেখা একান্ত সহজ সাধনায়
মিলে যাওয়া জীবনের রেখায়, সমাধানে
আপোষে, আলোতে আর মধ্যবিত্ত মধ্যস্থতায়।


এহসান নাজিম