স্বপ্ন থেকে আমার নিয়ে আসতে ইচ্ছে করে অনেক কিছুই -
তোমার খোঁপার থেকে অবহেলায় খসে পড়া গোলাপ
বসন্ত দিনের কোনো স্বপ্নে তোমার হাতে রাখা বেলির মালা
কিংবা তোমার হেঁটে যাওয়া পথে বিছিয়ে থাকা কিছু শিউলি!
কৃষ্ণচূড়ার নীচে দাঁড়ানো কোনো দৃশ্য থেকে কৃষ্ণচূড়ার রং
শহীদবেদীতে হেঁটে যাওয়া নগ্ন পায়ে জমে থাকা শিশির বিন্দু  
রাগের উত্তাপে পুড়ে ভেঙে যাওয়া কাঁচের চূড়ির কিছুটা অংশ
ফিতায় জড়ানো চুল খুলে হাওয়ায় উড়িয়ে দেয়া ফিতে
কান্না চাপার ব্যর্থ চেষ্টার পরও গড়িয়ে পড়া মুক্তা বিন্দু,
গন্ধহীন স্বপ্ন থেকে নিয়ে আসতে ইচ্ছে করে তোমার গন্ধ!


স্বপ্ন থেকে কিছুই আনতে পারি না আমি, নাহলে -
পুরোটা তোমাকেই নিয়ে আসতাম বাস্তবতার এই ব্যস্ত জমিনে!


তবে, আমি তোমার বুদ্ধিমত্তা নিয়ে নিঃসংশয় ছিলাম -
তাই কেবল স্বপ্নেই তোমার বাস -একটুও অবাক করেনা আমায়!  


এহসান নাজিম
০৮/২৬/২০২২