যদিও কদাচিৎ হয় দেখা মাঝে সাঝে হঠাৎ সহসা ব্যস্ততায়
অথচ কি করে জানো নিরন্তর তোমাকেই খুঁজি অবেলায় হতাশায়?


ইচ্ছে হয় তোমাকে পাই পূবের আলোয়, ঘুম ভেঙে বিছানায়
হাজার কাজের ফাঁকেও থাকো তুমি দিনভর গোপন উদাসীনতায়।
খুব করে চাই উঁকি দাও তুমি হাই তোলা মিটিংয়ের মেকি ব্যস্ততায়
এমনকি হোক তোমার দুর্বোধ্য হাসি অস্বস্থির কাঁটা নিদারুণ তুচ্ছতায়।
বাড়ি ফেরার পথ ভুল হয়ে যাক তোমার প্রচ্ছন্ন উষ্ণতায়
সারাদিনের ক্লান্তি এনে দেবে জানি অবসাদ মৃত্যু শীতলতায়।
তবু চাই তুমি কেড়ে নাও ঘুম, ডাকো সাহসের উন্মাদনায়
জেগে থাকি আমি, খুঁজে ফিরি তোমায় রাতের নির্জনতায়।


তুমি নিয়ে এসো পৃথিবীর তাবৎ সুন্দর একই সাথে অবলীলায়
নিয়ে এসো হারানো দয়িতা, তার উড়ে যাওয়া চুলের অবাধ্যতায়।
ভুলে যাওয়া স্মৃতির বিকেল, বিরান একাকী মনের খাতায়
আনো বৃষ্টি ভেঁজা স্যাঁতসেঁতে মাটি, ডাকো বসন্তে বর্ষায়।
খুব করে চাই বার বার কাঁদি আনন্দে প্রসব যন্ত্রণায়
তবু চেয়ে দেখি তোমার লুকানো অহংকার সৃষ্টির মুগ্ধতায় -
কি করে যে কাটে মুহূর্ত, ক্ষণ, দিনান্ত অসহ্য উপেক্ষায়  
তবু জেনো আমি নতজানু, প্রার্থনারত, থাকি প্রতীক্ষায়।


প্রতীক্ষা আর উপেক্ষার পাশাপাশি থাকা - যাপনের আঙিনায়
তোমাকেই খুঁজি কবিতা, শুধু তোমাকেই খুঁজি কবিতায়।


এহসান নাজিম