ডাগর চোখের চাহনি দেখে
পড়েছি তার প্রেমে,
জানি না সে কখন বাঁধলো
আমায় ভালবাসার ফ্রেমে।
তার বদনের সাথে খুঁজে পাই
পূর্ণ শশীর মিল,
প্রেমে আমায় করলো বিভোর
প্রিয়ার গালের তিল।
কোকিলের মতো কন্ঠ তার
শুনতে লাগে বেশ,
হৃদয় আমার কেড়ে নিল
তার কাজল কালো কেশ।
কপালের ছোট্ট টিপ আর
গায়ে নীল শাড়ী,
মনটা যে  কোথায় হারায়
বলতে যে না পারি।
মাতাল হাওয়া উড়ে এসে
ছোঁয়া দেয় তার গায়,
ঝুমুর ঝুমুর  বাজে  নুপুর
তার আলতা রাঙা পায়।
কোমল হাতের ছোঁয়া পেলে
মনে লাগে দোলা,
বুকের মাঝে ঠাঁই দিয়েছি
যাবে না কভু ভোলা।
রাঙা অধরের মিষ্টি হাসি
ভালো লাগে খুব,
নয়ন ভরে তাই তো দেখি
প্রিয়তমার রুপ।