বলার জন্য বলা কথার
একটা অভিব্যক্তি আছে
শোনার জন্য শোনা কথার
একটা অভিব্যক্তি আছে
কিছু কথা শোনার জন্য
মনে জাগে আকুলতা
কিছু কথা বলার জন্য
মনে জাগে ব্যকুলতা


যে কথা বলতে ও শুনতে
আকুলতা ও ব্যকুলতা
দুই-ই জাগে
তাকে কি বলে?