আমি ও আমরা সবাই শান্তির প্রস্থান খুঁজি।
আমি আড়ষ্ট হয়ে থাকি
যেমনটি থাকে ঝড়ে ভিজে যাওয়া কাকগুলো।
প্রলয়ের আগমনের কথা  আমরা শুনতে পাই না ;
কারণ আমাদের কর্ণের ছিদ্রে
এক ধরণের ময়লা জমে গেছে।
তার কারণও আছে-
প্রতিদিনের জমে থাকা পাপগুলো বোধ হয়
ময়লা হয়ে জমে থাকে সুক্ষ্ম ছিদ্রগুলোতে।
কাকগুলো ঠিকই শুনতে পায় প্রলয়ের পূর্বাভাস।
আমি মানুষ হয়েও কাকের অধিকার পেলাম না!
ওদের কোন পাপ নেই-
তাই ওদের  শ্রবন শক্তিও প্রখর।
ওরা আগামের সর্তক বাণী  জানিয়ে দিতে দ্বিধা করেনা।
আমরা কেবল আশা করি, কিন্তু নিজেকে বাধ্য করিনা ।
কোন প্রলয়ে প্রস্থান যেন না ঘটে
সর্তকবাণী শোনার জন্য সর্তক হতে রাজী না।
আমার প্রস্থানের দিনে যেন প্রলয়ের তান্ডব না দেখতে হয়;
নিরবে প্রস্থানের অনুমতি চাই।