মনে রাখার অভ্যেসটা কেমন যেন সেকেলে লাগছে।  
কি হবে পিছনের কথা মনে রেখে!
স্মৃতিকে ধারণ করার প্রচেষ্টার মধ্যে
কেমন যেন পুরনো ধ্যান পুরনো খেয়ালের
আভাস পাওয়া যায়।  
গতির সূত্র পাল্টায় নি;
কিন্তু জীবনের গতিসূত্র পাল্টেছে...
কে মনে রাখে ছোট্রবেলার বন্ধুটিকে-যে
গামছায় লুকিয়ে খাবার এনে বন্ধুকে খাওয়াত প্রায়ই।  
এক সময়ের কাছের মানুষটিকে মনে না রাখার জন্য
ঘটা করে উৎযাপিত করছে ব্রেক-আপ পার্টি।  
যন্ত্রের মত যৌক্তিক এখনকার ভালবাসা
জ্বর মাপার মত-
মায়া-স্নেহ-ভালবাসার যৌক্তিকতা মাপতে চায় থার্মোমিটারে।  
মনা মিয়ার বিয়ে করা হয়নি-
কারন সে কমলাকে ভুলতে পারেনি এখনও।  
ফেসবুকে এখন অনেক কমলা ঘুরে ফিরে
মনা মিয়ার মত কেউ আর বোকা নয়,
মনে রাখার অভ্যেসটাও তাই মনা মিয়ার মত
সেকেলে হয়ে গেছে।  
সেকেলে মনা মিয়া উজানে নৌকা বাইছে
কমলার সন্ধান পেতে।  
নদীর জল শুকিয়ে যাচেছ,
মনা মিয়ার নৌকা আর চলছে না সল্প জলে।  
ভালবাসা হারিয়ে মনা মিয়ার বুকে
বিশাল চর জেগেছে-
বদলে গেছে নদীর গতিপথ
মনে না রাখার অভ্যেসটা তার রয়েই যায় ।