অনন্ত যাত্রার তারিখ ঘোষনার অপেক্ষায় আমি পুরোটা অনিচ্ছায়
ভাব নেই যেন সে ঘোষনায় কারো কিছু যায় আসেনা।  
মনের মধ্যে বপিত হয়ে আছে জিঘাংসার বীজ জন্ম থেকেই
আমি রাষ্ট্রনায়ক,আমি একনায়ক আমার নিজস্ব ক্ষমতায়,
নিজস্ব জাতে, অর্থ ও বৈভবে , বিজ্ঞানচর্চায়
কেন আমি অপেক্ষা করব তারিখ ঘোষনার জন্য।!
আমার আছে আধুনিক বিজ্ঞান, সুচিকিৎসা,  বিদ্যুত, আকাশে  উড়বার ক্ষমতা
চাদের বুকে হেটে বেড়ানোর ক্ষমতা।  
চাদের বুঁকে হেটে এসে ঘোষনা দিল- আমি বিশ্বাস করি তোমার মহাশক্তিতে
কে তাকে চিনতে শিখিয়েছে অনন্ত যাত্রার তারিখ ঘোষনাকারীকে?


যেমন করে চিনেছিল মরিচ বুখাইল, মোহাম্মদ আলী, পপ সম্রাট
আমি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পরছি ভীতরে ভীতরে
আমার মননে ও আমার চেতনে।  
বাহিরে আমার সুঠম দেহ,শক্তি কুস্তিগীরের
আপন কক্ষপথে হেটে চলবার অনেক বেশী তাড়া,
যেখানে আমার পুরো জীবনটাই অন্যের কাছ থেকে নেয়া হয়েছে ভাড়া।  
শত মেধা, শত প্রচেষ্টায় হয় নি তা পরিশোধ,
এতটুকুন পেয়েই ভালবাসার সুযোগ নিয়ে
মেতে উঠি নিতে চরম প্রতিশোধ।  


আমার সামান্য ক্ষমতার ব্যবহারে
যতটুকু নির্যাতন করার সুযোগ মিলেছে তার সবটুকু আমি করেছি
আমার ভাইয়ের উপর, অসহায় মানুষগুলোর উপর
অমার প্রিয় মানুষটির উপর, আমার জন্য যার ত্যাগ সর্বোচ্চ
কারন সে আমার অত্যাচারের প্রতিশোধ নিতে পারে না
নিজের চোখে জল নেমে আসে বলে।

হে প্রভু,
তুমি কেমন করে হয়ে মহাপরাক্রমশালী ক্ষমতাবান হয়েও
নির্যাতনের বদলে সাজাও ফুলের বিছানা আমার ও আমাদের জন্য।;
ফলাও ফসল, জোগাও আহার,
আমরা তাতে খুঁজে ফিরি জীবনের বাহার।  
এত অর্থ পেয়েও আমরা ব্যর্থ অনন্তযাত্রার একটি টিকিট কাটতে
ব্যর্থ মানব তারপরও ভাবে নিজেকে সফল
কখনও এ দেহ মিশিবে না মাটিতে।