মৌলিক কাহিনী শুনাতে চাইনি কাউকে
এই যেমন-কেমন করে বেঁচে আছি
কেমন করে বেঁচে থাকতে হয়!!
কেমন করে স্বর্গে পৌছা যায়
জীবনের মৌলিক প্রয়োজনের কথা
সবাই জানে। কিনা জানে সবাই
কতগুলো যোগ-বিয়োগ মিলে
সমষ্টিকে বের করতে হয় ।
হারানো,পাওয়া না পাওয়া
যোগ-বিয়োগের হিসেবে মেলে না।  


কাহিনী লেখা হয়, মুছে যায়
নতুন গল্পগুলো পুরাতন গল্পের
গুরুত্ব কমায়। রাস্তা ভেঙ্গে গেলে বিকল্প
সড়কে বহুদূর যেতে পারি-
বাইপাস সড়কও রয়েছে।
শুধু বেদনার মৌলিক কাহিনী
আজন্ম বুকের মাঝে লুকানো রয়।