জন্ম তোমার ধন্য হল বাংলাকে ভালবেসে,
মরে গিয়েও বেঁচে আছো অমরত্নের বেশে।  


তোমার শোকে বাংলায় আজো বইছে অশ্রুগঙ্গা,
সোনার বাংলার কোথাও আজ নেই কোন মঙ্গা।  


জন্ম থেকে মৃত্যুবধি হওনি তুমি পথভ্রষ্ট,
হয়েছ আসিন, নিয়েছ কেড়ে বাঙালীর আসন শ্রেষ্ট।  


জনগনের তরে বিলায়েছ  সব সুখ, সব উচ্ছাস,
জেলের কোঠায় ঘুমিয়েও তুমি রচিয়েছ স্বাধীনতার ইতিহাস।  

ফাঁসির মঞ্চে দাড়িয়ে দুবার ভুলনি বাংলার কথা,
কেমন করে ভুলিবে বাঙালী তোমাকে হারানো ব্যথা।  


বিশ্বকে তুমি শিখিয়েছ কেমন করে জাগাতে হয় জাতীয়তাবোধের,
নিজের উর্ধ্বে জাতিকে রেখে  মোদের শিখিয়েছ ভাষা প্রতিবাদের।  


স্বাধীকার থেকে স্বায়ত্বশাসন, গনঅভ্যুত্থান থেকে অসহযোগ আন্দোলন,
সবকিছু ছিল স্বাধীনতা চাইবার, ছয়দফা থেকে এক দফার আন্দোলন।  


তোমার নেতৃত্বের কাছে দাড়াতে পারেনি কোন মারনাস্ত্র,
তোমার দেশপ্রেম ও আত্মত্যাগের কাছে ধ্বংস হয়েছে ওদের শোষনাস্ত্র।  


তুমি শিখিয়েছ বাঙালি জাতিকে পেতে খুঁজে মুক্তির দিশা,
তাইতো ৭১ রে স্বাধীনতা যুদ্ধ জয়ে কেটে যায় সব অমানিশা।

তুমি রয়ে গেলে বাঙালি হদয়ে মৃত্যুহীন প্রান সরবে,
চিরকাল রবে, স্মরিব তোমায়, তোমারই ত্যাগের গরবে।