ভালবাসার আরেক নাম দিলেম লোহা
একটু অযত্ন হলেই যেমন মরিচা পড়ে যায় সহজে।  

সবাই মরিচা প্রতিরোধক টিক সময়ে ব্যবহার করতে পারেনা
আকর্ষনের ক্ষমতা কমে যায় মরিচার কারনে,
তারপর মরিচার উপরে চলে কত দামী প্রলেপ
কিছু দিন  টিকে থাকে
একটা নির্দিষ্ট সমযের পর সব খসে পড়তে শুরু করে।  
আবার মেরামত চলে।  
কিন্তু এত ঘষা মাজার প্রয়োজন পরেনা
যদি,
ছোট ছোট অভিমান গুলোকে গুরুত্বহীন না ভাবে,
অবিশ্বাসের হাতছানিকে এড়িয়ে যেতে পারে,
অহেতুক সন্দেহের মধ্যে নিজেকে না জড়িয়ে ফেলে
প্রকতির মত নি:স্বার্থে বিলিয়ে  দিতে পারে সব প্রয়োজনে
তাহলে এই সবই মরিচা প্রতিরোধক হিসেবে কাজে লাগতে পারে।


অগনিত অপেক্ষাকে যুক্ত করে গড়ে তুলতে হয় এই সিড়ি
যে সিড়ি বেয়ে পৌছাতে হয় সে পাহাড়ের চূড়ায়;
যেখানে লুকানো আছে সেই গূপ্তধন
যা খুঁজে প্রতিটি মানুষ জীবনে
এড়িয়ে মরিচার ক্ষতিকারক দিকগুলোর কথা।