অসুখ


ইদানিং বুকের ব্যথাটা একটু বেড়েছে
বুকের কি দোষ!
ব্যথাটা সর্বাঙ্গে,সবখানে, সবকিছুতে;
শুধু অনুভব করে বুকের পাজঁরগুলো
কারণ  পাজঁরগুলোকে হৃদপিন্ডকে
সুরক্ষা দিতে হয়,
বেদনাকে তাড়িয়ে দিতে হয়।
বুকের মধ্যে লুকানো হৃদপিন্ডটার
একটা বদঅভ্যাস আছে
যেমন- সে পাইলেও কাদেঁ
না পাইলেও কাদেঁ
অকারণে পরে বার বার ফাঁদে
হার মানে অজানা সব স্বাদে।
প্রাপ্তিতে যোগফল মাঝে মাঝে শূন্য!
অপ্রাপ্তিতে খুঁজে সুখ
এ এক বিষম অসুখ।