আজ বিকেলের বাতাসে হাস্নাহেনার ঘ্রান ছিল না,
কারণ বাতাসটা প্রবাহিত ছিল তোমার
অবস্থানের ঠিক বিপরীত দিক থেকে।
বাতাসে ছিল ঝড়ের তান্ডব
যেমনটি নড়বড়ে হয়,
অতি বৃষ্টিতে মাটি ধুঁয়ে যাওয়া গাছের শিকড়গুলো।
আলগা হতে  থাকে উপড়ে যাবার আশঙ্কায়।
ঠিক তেমনি করে মনকে
মানিয়েছি ঝড়ের তান্ডবে
সব কষ্টকে মাটি বানিয়ে
আমার মনের সব চাওয়াকে
শিকড় ভেবে চাপা দিতে।
বৃক্ষ কি বুঝে তার শিকড় শক্ত কি নরম ?
তার স্বভাবতো বাতাসের সাথে নেচে বেড়ানো।
তাতে তার হোক যত ক্ষতি ডালপালার।
বাতাসে সে তার নাচন নাচবেই
যদি তাতে হয়ও তার মরণ।
আজ বিকেলে তোমার আসার কথা ছিল না বলে
বাতাসে আজ কেবল হতাশার ঘ্রান।