আমি ছাপ্পান্ন হাজার বর্গমাইলে বাসরত হলেম এক বাসিন্দা
কেমন করে হলেম সেটা কেউ তো এখন তেমন করে বলেনা।
বিক্ষুব্ধ জাতিকে জিন্নাহ এসে বলল বাংলা তোমাদের ভাষা নয়,
উর্দুকে রা্ষ্ট্রভাষা করার দিলেম এবার পূর্নাঙ্গ ঘোষনা।
তারপর দাবী উঠল ভাষার রক্ষার আন্দোলন,
কে ধরবে হাল এ নিয়ে হল নানা তর্ক, ফুসল ছাত্র জনতা
তুমি ছালাম, রফিক, বরকত, জব্বার দিয়ে গেলে সেরা দান,
আমরা পেলাম স্বীকৃতি সারা পৃথিবীতে আমরাই একমাত্র জাতি
ভাষার জন্য কেবল যারা করতে জানে জীবন সম্প্রদান।
আমি মঙ্গল গ্রহে পাড়ি দিলাম নাসার যানে করে,
সেখানে গিয়ে দেখতে পেলাম তোমাদের স্মৃতি চিহ্নে
ভরে গেছে গ্রহের মাটি তোমাদের ত্যাগের তরে।
বলছে তারা নতুন কোন গ্রহ যদিও পাও তোমরা খুঁজে
কখনও পাবেনা এমন মানব জাতি যারা ভাষার জন্য লড়ে।
আমি গিয়েছি দেখতে দানিয়ুব নদীর তীরে,
শান্তিপূর্ণ মানুষের বাস নদীর দু’কূল ধ’রে
আমার কন্ঠে গান শুনে সেথায় সকল মানুষ এসে ভীড়ে,
ষাটোর্ধ্ব এক বৃদ্ধ এসে পরম মমতায় আমার হাতটি ধ’রে,
তোমার ইতিহাস অনেক গৌরবের শুনে আমার হৃদয় ভরে।
আমার পরিচয় আজ অনেক গর্বের মাথা করি উচূঁ গরবে
একটু চিন্তা হয় যে মনে, আমার প্রজন্ম আমার মৃত্যূর পরে
তোমাদের ত্যাগ ও আদর্শের কাহিনী কখনও কি পড়বে?
আজ সে শন্কায় কেঁপে উঠে বুক কেবল বারে বারে,
সে কথা বুকে রেখে চেপে, বলি কেবল আহারে আহারে।