বিজয়কে কখনও কাগজে কলমে খোঁজ না।
বিজয়কে কখনও খোঁজ না ষোলই ডিসেম্বর
বিকেলের আত্নসর্মাপনের সমাবেশে উভয়পক্ষের
সাইনকৃত দলিলের মধ্যে।
বিজয়ের প্রকৃত রূপ খোঁজ
রমা রানীর খালি পা দুটোতে।
বিজয়কে খোঁজ চৌদ্দ ডিসেম্বরের পরিকল্পিত
হত্যাকান্ডে নিহত নয়শত একানব্বই জন
শিক্ষাবিদদের অসমাপ্ত গবেষনার বিষয়বস্তুতে।
উনপঞ্চাশজন নিহত চিকিৎসকদের সেবার
ব্রততে, যে ইচেছ তাদের অপূর্ণ  রয়ে গেছে;
বিয়াল্লিশজন বিখ্যাত আইনজীবিদের
সকল জয়ী মামলার ইতিহাসের মধ্যে।
তেরজন কলম সৈনিকের কলামের পাতায় পাতায়
যেখানে প্রতিবাদের টর্নেডো বইছিল!!
আরো অন্যান্য ষোল জন
যারা প্রত্যেকে জীবন দিয়েছিল বোকার মত
রাজাকারদের মতে, দেশকে ভালবাসার অপরাধে।
বিজয়কে খোঁজ অনেক নাম না জানা তারামন বিবির
সাহসী ও ত্যাগী সফল অপারেশনের কাহিনীর মধ্যে।


বিজয়কে খোঁজ তিরিশ লাখ শহীদদের না বলা সপ্নের মাঝে।
বিজয়কে খোঁজ দু’লাখ মা বোনদের সম্ভ্রম হারানোর শোকে।