চারদিকে নিঃস্বতব্দ, কোলাহল শূন্য
মনের মাঝে কথার ঝরো হাওয়া
সে যদি একবার আসতো
কথার জালে বেধে রাখতাম তারে


সে যদি একবার দেখা দিতো
পলকে পলকে দেখে রাখতাম তারে
সে যদি একবার হাতটা দরত
পথ ভুলে যেতাম চিরতরে।
হারিয়ে যেতাম অচেনা দেশে।