আমি মুক্তি চাই,
          এই মিথ্যে স্বপ্ন থেকে
স্বপ্নে স্বপ্নে আর কত লুকোচুরি খেলবে?
লুকিয়ে যাওনা চিরতরে স্বপ্ন থেকে
      স্বপ্নে যেন সে আর না আসে।


               আমি মুক্তি চাই,
                প্রকৃতি থেকে।
    রূপের মায়ায় অপরূপ লাগে
  সময়ের সাথে তার রূপ পালটে
সময়ে অসময়ে রূপ নিয়ে খেলে।
রূপের ধাধা কষে কতো সাধু ঘর ছারে।


                আমি মুক্তি চাই,
একা পথের শূন্যের হাহাকার থেকে।
সময় না, নিজের সাথে তাল মিলিয়ে চলতে।
   তবু পথে পথে পাখির গানে গানে
         সে এসে গান করে।
      মিথ্যে সুরে পাগল করে।


              আমি মুক্তি চাই,
          শীতের সকাল থেকে
ওই সকালে নিজেকে বিষণ একা লাগে।
কুয়াশার চাদরে ডাকা শীতল হাওয়াই
        শুধু পাশে পেতে ইচ্ছে করে।
          এক চাদরে দুজন হাটতে
              তর স্পর্শে উষ্ণ হতে
চোখে চোখ রেখে পথ ভুলে যেতে।